জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি -২০, ওডিআই দল ঘোষণা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি সমসংখ্যক ওয়ানডেতে খেলবে তারা। ইংল্যান্ড বর্তমানে সেরা টি-২০ দলগুলির মধ্যে একটি এবং তারা ভারতকে প্রবল চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে বলে আশা করা হচ্ছে।

তারা সম্প্রতি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হারিয়েছে। এই সিরিজের প্রথম ওডিআইতে তারা ৪৯৮ রান করে ওডিআইয়ের ইতিহাসে সর্বোচ্চ স্কোর খাড়া করে বিশ্ব রেকর্ড করেছে। ২০১৯ ওডিআই বিশ্বকাপজয়ী ইংল্যান্ড মর্গ্যানোত্তর যুগ শুরু করতে চলেছে ১২ই জুলাই ওভালে। ইয়ন মর্গ্যান গত মঙ্গলবার (২৮শে জুন) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর গত বৃহস্পতিবার (৩০শে জুন) ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল জস বাটলারকে।

ভারতের বিরুদ্ধে এজব্যাস্টনে যে টেস্ট দলটি খেলছে সেই দলের কাউকেই টি-২০ স্কোয়াডে রাখা হয়নি। তবে ওডিআই দলে জো রুট, বেন স্টোকস ও জনি বেয়ারস্টোকে রাখা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য আদিল রশিদকে কোন স্কোয়াডেই রাখেনি। কারণ তিনি ধর্মীয় উদ্দেশ্যে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ৭ই জুলাই শুরু হবে। এর পরে ৯ই জুলাই এবং ১০ই জুলাই আরও দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। টি-২০ স্কোয়াডে তাৎপর্যপূর্ণ অন্তর্ভুক্তি হলেন ৩৪ বছর বয়সী পেসার রিচার্ড গ্লিসন। চলতি টি-২০ ব্লাস্টে গ্লিসন ২০ উইকেট নিয়েছেন।

ওডিআই স্কোয়াডে জো রুট ও বেন স্টোকসের প্রত্যাবর্তন হচ্ছে এক বছরেরও বেশী সময় পরে। ফিল সল্ট, রিস টপ্লে, টাইমাল মিলসের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা জায়গা পেয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করা ডাউইড মালান ওডিআই দলে জায়গা হারিয়েছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুটি স্কোয়াডেই রয়েছেন ম্যাথিউ পার্কিনসন।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-২০ স্কোয়াডঃ

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লিসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাউইড মালান, টাইমাল মিলস, ম্যাথিউ পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপ্লে, ডেভিড উইলে।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডঃ

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রায়ডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেগ ওভারটন, ম্যাথিউ পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপ্লে, ডেভিড উইলে।