জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

ডিজিটাল যুগেও হালখাতার পসারা নিয়ে ঘর ছেড়েছেন আবিত হোসেন

এনএফবি, জলপাইগুড়িঃ

পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতার খাতা বানাতে ভিন্ন রাজ‍্য থেকে পাড়ি দেন প্রতিবছর। এই বছরও দুই মাসের জন্য এসেছেন জলপাইগুড়িতে। শতাধিক হালখাতার খাতা তৈরিও করেছেন। কিন্তু এখন অপেক্ষা বিক্রির। যদিও আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার ব্যবহারের জন্য হালখাতার খাতা তেমন ভাবে বিক্রি হয়না। তবুও বাবা দাদাদের কাজ করার পুরনো স্মৃতির জন্য ৪৫বছর ধরে বিহার থেকে জলপাইগুড়ি আসছেন মহম্মদ আবিত হোসেন। ধর্মশালায় থেকে তৈরি করেছেন এই খাতাগুলো। কিন্তু বিক্রি কি হবে, তা জানেন না তিনি। আগামী ১৫ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে বড় ছোট সব ধরণের খাতা তৈরি করেছেন মহম্মদ আবিত। লাভ তেমন ভাবে না হলেও তার বাবা ও দাদারা এখানে এসে খাতা তৈরি করতেন। তাই তাদের পুরনো কাজ ধরে রাখার জন্যই এই খাতা বানাতে জলপাইগুড়ির দিনবাজার এলাকায় প্রতিবছর আসেন আবিত হোসেন।