জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

তিন ঘন্টা বিয়ার না খেলেও সবাই বেঁচে থাকবেন, কড়া প্রতিক্রিয়া ফিফা সভাপতির

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

বিশ্বকাপ চলাকালীন বিয়ার বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কাতারের প্রশাসন। সেই কারণে একটি বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি। স্টেডিয়াম চত্ত্বরে বিয়ার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে ফিফা’কে। যা নিয়ে ক্ষুব্ধ বেশ কিছু সমর্থক। তাদেরই কার্যত একহাত নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে একাধিক নির্দেশিকা জারি করেছে কাতার প্রশাসন। বিয়ার বিক্রির ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে ফিফা। বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়াম আশেপাশে বিয়ার বিক্রি করার জন্য অস্থায়ী দোকান তৈরি করা হয়েছিল। কিন্তু নতুন নির্দেশনার পর সেগুলি তুলে নেওয়ার জন্য কাজ হয়েছে। একেবারে যে বিয়ার পাওয়া যাবে না তেমনটা নয়। বিশেষ কিছু হোটেলে এবং রেস্তোরাঁয় পাওয়া যাবে বিয়ার। তবে রকমারি বিয়ার পাওয়া যাবে না। নির্দিষ্ট কিছু কোম্পানির বিয়ার বিক্রি করা হবে।বিশ্বকাপে বিয়ার বিক্রি বন্ধ হওয়ার পরই বেশ কিছু সমর্থক এই ঘটনার বিরোধীতা করেছেন। এই নিয়ে মুখ খুললেন ফিফার সভাপতি। তিনি বলেছেন, “স্টেডিয়ামে বিয়ার বিক্রি করা সম্ভব কিনা, তা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তা সত্ত্বেও বলব, তিন ঘণ্টা বিয়ার না খেলেও সবাই বেঁচে থাকবেন। এই কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তাই জন্যেই এই কাজটা করা হয়েছে।”