জুলাই 3, 2024
Latest:
ক্রীড়াফিচার

‘সবকিছু সম্ভব’, এই স্লোগান নিয়েই বাংলা কোচের হটসিটে লক্ষী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

‘আওয়াজ করকে খেলো’ এই স্লোগান ফের শুনতে পাওয়া যাবে বাংলা ক্রিকেটে। পাকাপাকিভাবে বাংলার কোচ নিযুক্ত হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষীরতন শুক্লা। এদিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া , সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বঙ্গ ক্রিকেটের নতুন হেড স্যারের নাম ঘোষণা হল। সৌরশিস লাহিড়ী অরুণ লালের সহকারী ছিলেন লক্ষীর ও সহকারী বোলিং কোচ হিসেবে শিবশঙ্কর পালই থাকছেন। ব্যাটিং কোচ হিসাবে ডবিলউ ভি রমন আসছেন।

এদিন অভিষেক ডালমিয়া জানালেন ‘আমরা খুব খুশি আমাদের নিজেদের লোক আসছে। আমাদের কাছে অনেক ভালো নাম ছিল কিন্তু আমরা ওকে যোগ্য মনে করেছি কারণ অনেক প্লেয়ার দের সঙ্গে যোগাযোগ আছে। বাংলার হয়ে এতো বছর খেলেছে সাফল্য দিয়েছে। বাংলার তো বটেই দেশের অন্যতম সেরা অল রাউন্ডার। আশা করি ও আমাদের সাফল্য এনে দেবে। সৌরশিস লাহিড়ী সহকারী কোচই থাকছেন। খুব তাড়াতাড়ি ব্যাটিং পরামর্শ দাতা ডবিলউ ভি রমন আসবেন এরপর পুরো দল অনুশীলনে নামবে।’ অভিষেক আরও জানালেন, ‘এবার মনে হয় লম্বা মরশুমই হবে রঞ্জি পুরোনো পদ্ধতিতে। তাই খুব তাড়াতাড়ি আমরা অনুশীলন করবে।’ লক্ষী রতন জানালেন,’ সি এ বি র সবাইকে ধন্যবাদ জানাই। দাদি নেই এখন (সৌরভ গাঙ্গুলী), উনাকে ধন্যবাদ জানাই। মিস্টার ডালমিয়া স্যার পৃথিবীতে নেই উনি না থাকলে আমি এখানে আসতাম না। উনাকে ও ধন্যবাদ। চেষ্টা করব সাফল্য এনে দিতে। আমি অতীতে তাকাবো না সবাই পারে আমি বিশ্বাস। নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে এগাবো। আমি যখন অধিনায়ক ছিলাম টিম মিটিং সহজ সরল রাখতাম, সেটা কোচ হিসেবেও রাখবো। আমাদের বাংলা দলের সবার মধ্যে প্রতিভা আছে। স্লোগান হবে সবকিছু সম্ভব।’