জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দশ বারো দিনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যুতে বলছেন সৌরভ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে নিশ্চয়তা দিলেন খোদ সৌরভ। এদিন সৌরভ এক অনুষ্ঠানে জানালেন, “হ্যাঁ উনাদের সঙ্গে কথা হচ্ছে। বাকি অনেকের সঙ্গে কথা হচ্ছে। যতক্ষণ না হচ্ছে কিছু বলা যাবে না। দশ বারো দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।” ‘সূত্রের খবর, চলতি মাসে একাধিক বার ম্যান ইউ কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠক হয়। এবং সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাহলে কি ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে যাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম! এর আগে আইপিএলে শোনা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম। আইপিএলে দল কিনতে আগ্রহ দেখিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধার গ্লেজার্স পরিবার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যান ইউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত গ্লেজার্সরা। শোনা যাচ্ছিল, এক প্রাইভেট ইউকুইটির মাধ্যমে আইপিএলে দল কেনার দরপত্র তুলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধাররা।

কিন্তু শেষপর্যন্ত আইপিএলে আর আসা হয়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আইপিএলে না হলেও ম্যাঞ্চেস্টার এবার ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে আইএসএলে নামবে, তা বলাই বাহুল্য। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে তাই লাল হলুদ ক্লাবের সঙ্গে যুক্ত করবেন সৌরভ বলেই খবর ।

শ্রী সিমেন্ট সরে যাওয়ার পরে ইনভেস্টর নিয়ে সত্যি সত্যিই সমস্যা একটা ছিল ইস্টবেঙ্গলে। একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গেও আলোচনা হয় লাল-হলুদ শীর্ষকর্তাদের। আলোচনা সারতে পদ্মাপাড়েও গিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু শেষমেশ সেই চুক্তি আর হয়নি বৈদেশিক টাকা লেনদেনের জন্য। এখন অপেক্ষা কবে এই চুক্তির সরকারি ঘোষণা হয়! এদিকে দেবব্রত সরকার কিছুদিন আগে সৌরভের ইস্টবেঙ্গল ক্লাবের হস্তক্ষেপ প্রসঙ্গে বলেছিলেন,” সৌরভ আমাদের বিষয়ে অবগত। ও আমাদের সাহায্য করবে সেটা ভালো কথা। সরকার সঙ্গে আছে সৌরভ সঙ্গে আছে। ইস্টবেঙ্গলে ঠিক ভালো দিন আসবে।”