জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

লাল হলুদের পারফরমেন্স দেখে ক্ষুব্ধ প্রাক্তনরা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তারা ক্ষুব্ধ। নিজেদের প্রিয় দল ইস্টবেঙ্গলের একের পর এক আইএসএল ম্যাচে ভরাডুবি তারা দেখতে পারছেন না। তাই তারা এগিয়ে এলেন লাল হলুদ জার্সির সম্মান বাঁচাতে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়,অতনু ভট্টাচার্য, মিহির বসু, রহিম নবি, সুমিত মুখোপাধ্যায়রা এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাঁদের দাবি তুলে ধরলেন। তারা জানাচ্ছেন, আইএসএল খেলার আগে লাল হলুদের বিনিয়োগকারী সংস্থা শ্ৰীসিমেন্টসকে একগুচ্ছ অনুরোধ করে তাঁদের প্রাক্তনদের এই কমিটি। যার কোনওটাই পাত্তা দেয়নি ইনভেস্টররা। তাঁদের দাবি ছিল ভালো মানের বিদেশি ও দেশিয় ফুটবলার নিতে হবে,তাঁদের সঙ্গে আলোচনা করে। তাই আইএসএলে ব্যর্থতার পর আবার মাথাচাড়া দিল এই কমিটি। কিন্তু এ বার তাঁদের চিঠি ক্লাবকে। যদিও তারা জানাচ্ছেন ক্লাব কর্তারা চিঠির কোনো উত্তর দেননি। তারা ভবিষ্যতে বড় আন্দোলনের দিকেও যাওয়ার হুঙ্কার দেন।

আরও পড়ুনঃ এগরায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য

গত বছর ক্লাব-ইনভেস্টর টানাপোড়েনের ফলে দলগঠন প্রক্রিয়াই একেবারে শেষ পর্যায়ে শুরু হয়। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপে শতবর্ষের ক্লাব আইএসএল খেলে। তাই লাল-হলুদের এই পারফরম্যান্স মানতে কঠিন হলেও এটাই প্রত্যাশিত। লং টার্মের চুক্তি না হলে কোনও ভালো ফুটবলারই কোনও দলে সই করতে চান না। ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন ফুটবলারদের অফার দেওয়া শুরু করলেও ক্লাবের ভবিষ্যৎ দেখে নিজেরাও বিভ্রান্ত। প্রাক্তনরা দল গঠনের বার্তা যতই দিন না কেন, ক্লাবের ভবিষ্যৎ সুনির্দিষ্ট পথে না গেলে কখনই সঠিক দলগঠন সম্ভব নয়। তারা বলছেন লাল হলুদ রঙ ও ইস্টবেঙ্গল নামটা আছে বলেই তারা সরব।

ভালো পারফরমেন্স চান ক্লাবের। এই আইএসএল শেষ হলেই তারা ফের ইনভেস্টর ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা জানান। একইসঙ্গে ক্লাব যাতে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে মাঠে নামে সেই ব্যবস্থা করার উদ্যোগও ক্লাব কর্তাদের নিতে বলেন লাল হলুদের প্রাক্তনরা। এখনও আইএসএলে মাত্র একটি জয় এসেছে এসসি ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে দশ নম্বরে টিম মারিও।

আরও পড়ুনঃ বদলা নেওয়া হল না, মুম্বই ম্যাচ ড্র এটিকে মোহনবাগানের