এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মৃতার নাম তুঞ্জেরা খাতুন, বয়স ২১ ৷
স্থানীয় সূত্রে জানা গেছে , একই গ্রামের বাসিন্দা ইউসুফ শেখের সঙ্গে তুঞ্জেরা খাতুনের বিয়ে হয় প্রায় বছর চারেক আগে ৷ তাদের একটি কন্যা সন্তান ও আছে । বিয়ের কয়েকমাস পর থেকেই পরিবারে অশান্তির সৃষ্টি হয়। তবে জানা গেছে দুর্ঘটনা ঘটার আগে তুঞ্জেরা ও তার স্বামী ইউসুফের নিমন্ত্রণ ছিল তুঞ্জেরার দাদার বাড়িতে । তুঞ্জেরা গ্রামেই দাদার বাড়ি বুধবার সকাল সাড়ে দশটার সময় একাই খেতে যায়। এবং পরে ফোন করে তার স্বামী কে খাবার খেতে আসার জন্য বলে । স্বামী ইউসুফ মদ্যপ অবস্থায় থাকায় ফোন করে গালাগালি করতে থাকে। এবং স্ত্রীকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। সেখান থেকে তুঞ্জেরা খাতুনের বাড়ি যেতে একটু দেরি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় । এবং সেই ঝামেলা কে কেন্দ্র করে তুঞ্জেরা খাতুনকে খুন করা হয়েছে বলে জানিয়েছে বধূর পরিবার।
অভিযুক্ত ইউসুফের পরিবারের দাবি যে তুঞ্জেরা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
মৃতার পরিবারের দাবি ইউসুফের পরিবারের সদস্যদের প্রশাসনিক ভাবে শাস্তি দেওয়া হোক।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ইউসুফ শেখ কে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ।
নিজস্ব চিত্র
মৃতার আত্মীয়