জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

তালিকা থেকে বাদ ৩৪ বছরের অপরাজিত কাউন্সিলর

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘদিনের ডানপন্থী কাউন্সিলর, প্রবল বাম হাওয়াতেও যাকে কোনদিনই হারাতে পারেনি বাম প্রার্থীরা সেই রাজেন শীল তথা বালুরঘাট পুরসভার প্রাক্তন পুরপিতা পুরভোটে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে মর্মাহত।

দীর্ঘ ৩৪ বছর ধরে বালুরঘাটের গীতাঞ্জলি বাজার এলাকায় বর্তমান বালুরঘাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকা, মহিলা সংরক্ষিত ওয়ার্ড হওয়ায় টিকিট পাননি রাজেনবাবু। এলাকাবাসীর সুখ দুঃখের সাথী রাজেন শীল এবছর কোন ওয়ার্ডে টিকিট না পাওয়ায় মর্মাহত ওই এলাকার বাসিন্দারাও। রাজেনবাবুর কথায় তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকতো তাহলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাকে কালিমালিপ্ত করতে একশ্রেণীর নিন্দুক তার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যে খবর ছড়িয়ে গেছে বলে আক্ষেপ করেন রাজেনবাবু। তাকে প্রার্থী না করায় রাজেনবাবু নিজে ক্ষোভ উগরে দিয়েছে এ বিষয়ে।

সুশান্ত সাহা, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

এলাকাবাসীর মতে রাজেন শীলের ওই এলাকায় যদি যে কোনো ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন তাহলে ওয়ার্ডবাসীরা অন্য কিছু না ভেবেই সেই নির্দল প্রার্থীকে ঢেলে ভোট দেবেন। সেই কারণে রাজেন শীলের পরিবারের কাউকে যদি এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হতো তাহলে ওয়ার্ড বাসীরা তাকেই ভোট দিত। বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত তার মাঝেই মর্মাহত এই প্রাক্তন পুরপিতার ক্ষুব্ধ হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসকে চাপে রাখবে বলেই অভিজ্ঞ মহলের ধারণা।