ভালোবাসার মরশুমে মহার্ঘ গোলাপ

মনোদীপ ব্যানার্জী, মুর্শিদাবাদঃ

চলছে প্রেমের মরশুম। চলছে ভালবাসার সপ্তাহ। রোজ ডে থেকে শুরু হয়েছে যা, পর্যায়ক্রমে গিয়ে তা শেষ হবে ভালোবাসার দিনে। ১৪ ই ফেব্রুয়ারী। আর এই প্রেমের সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার হাতে গোলাপ দেওয়া চাইয় চাই। বিশেষ করে লাল গোলাপ। তবে সেই গোলাপ কিনতে এবার কাঁটা খাচ্ছেন প্রেমিক-প্রেমিকারা।

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। আর এই দিনকে কেন্দ্র করে গোলাপের পসার সাজাতে ব্যস্ত ফুল বিক্রেতারা। গোলাপের দাম বেড়েছে। বহরমপুরের ফুল মার্কেটে লোকাল গোলাপ পনেরো টাকা প্রতি পিস, ব্যাঙ্গালোরের গোলাপ বিকোচ্ছে পঞ্চাশ টাকা প্রতি পিস। খুচরো বাজারে তার দাম আরো বৃদ্ধি পাচ্ছে। ভ্যালেন্টাইনস ডের দিন তা আরো বাড়বে বলে জানাচ্ছেন ফুল বিক্রেতা বাপন ঘোষ। “যে ফুল কদিন আগেই পাঁচ টাকায় বিক্রি করেছি এখন তা পনেরো টাকা” – বলছেন ফুল বিক্রেতা লাল্টু।

কিন্তু ফুলের এত দাম কেন? প্রশ্নের উত্তরে ফুল বিক্রেতাদের জবাব, অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে ফুলের চারা। চাহিদা অনুযায়ী বাজারে পাওয়াও যাচ্ছেনা ফুল, ফলেই দাম বাড়ছে ফুলের। রানাঘাট, হাওড়া থেকে আগত গোলাপ ফুল বহরমপুর তো বটেই মুর্শিদাবাদ জেলার অন্যত্রও বিক্রি হয়। রোজ ডেতে গোলাপের বাজার ভালোই ছিল বলে দাবি ফুল বিক্রেতাদের। এবারে ভ্যালেন্টাইনস ডেতে কী হয় তাই দেখার! তবে গোলাপ কিনতে যে যুগলদের দামের কাঁটা খেতে হবে তা বলাই বাহুল্য।

YouTube player

আরও পড়ুনঃ প্রেম দিবসে আশায় বুক বাঁধছে ফুল চাষিরা