জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

জুয়ানের জন্যই বাগান ছেড়েছেন বলে বিস্ফোরক রয়, প্রশংসায় ভরালেন হাবাসকে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী মরশুম থেকে আর এটিকে মোহনবাগানে থাকবেন না গোলমেশিন রয় কৃষ্ণ। বাগান ছাড়ার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টও তুলে ধরেন। আর এবার সবুজ মেরুনের জার্সি না পড়া নিয়ে আনলেন বিস্ফোরক অভিযোগ। আর সেটা কোচ জুয়ান ফেরান্দর বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে রয় জানালেন,”এটিকে মোহনবাগান ছাড়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। কোচের সিদ্ধান্ত ছিল এটি। যিনি ভিন্ন স্টাইলে খেলতে চেয়েছিলেন এবং আমাকে জানানো হয়েছিল, যে আমি এই স্টাইলে ফিট নই।’’

যদিও রয় এরপরে যোগ করেন ‘’এটি ফুটবলেরই অংশ – আপনাকে এগিয়ে যেতে হবে। এ বার একজন নতুন কোচ এসেছেন এবং সব কিছু বদলে গেছে। তবে ম্যানেজমেন্টকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি, যারা আমাকে প্রথম থেকে সাহায্য করেন। আমি যখন দলে নেই শুনে আবেগপ্রবণ হয়ে পড়ি।”

রয় কৃষ্ণ তার প্রাক্তন কোচ আন্টেনিও লোপেজ হাবাসকে প্রশংসায় ভরিয়ে দিলেন। তার কথায় , ‘‘আমি দু’জনের (হাবাস এবং ফেরান্দো) থেকে অনেক কিছু শিখেছি এবং দু’জনকেই সম্মান করি। তবে আমি হাবাসের দিকে বেশি ঝুঁকে পড়তাম। কারণ তার সাফল্য বেশি এবং আমি ওর সঙ্গে আড়াই মরশুম কাজ করেছি। এবং আমি গত কয়েক মাস ধরে জুয়ানকে চিনি। আমার কাছে হাবাস ছিলেন একজন বাবার মতো। তিনি আমাকে সাহায্য করেছিলেন, আমাকে এগিয়ে যেতে প্রয়োজনে সজরে ধাক্কা দিয়েছেন এবং আমি আমার প্রথম সিজনেও চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং দ্বিতীয় মরশুমে আমরা ফাইনালে গিয়েছিলাম।’’ এই সাক্ষাৎকার ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সব সবুজ মেরুন সমর্থকই বলছেন যে তারা রয়কে মিস করবেন।২০২১-২২ আইএসএলে ১৬টি ম্যাচে মাত্র ৭টি গোল রয়েছে তাঁর।
২০১৯ সালে থেকে এটিকে চুক্তিপত্রে সই করে প্রথমবার আইএসএল খেলার জন্য ভারতে আসেন রয় কৃষ্ণ। তখন থেকেই এটিকে দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন রয় কৃষ্ণ।

মোট তিন মরশুম মিলিয়ে এটিকে জার্সিতে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দেন তিনি।
এটিকে – কে একবার আইএসএল জেতালেও এটিকে মোহনবাগান এক হওয়ার পরে একটাও আইএসএল ট্রফি দলকে দিতে পারেননি এই তারকা।