এনএফবি, নিউজ ডেস্কঃ
অর্থমন্ত্রকের ঘোষণায় স্বস্তিতে করদাতারা। মঙ্গলবার ২০২১-২২ অর্থবর্ষে আয়কর জমা করার সময়সীমা বাড়িয়ে ১৫ মার্চ করল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।
এই নিয়ে চলতি বছরে তিনবার আয়কর জমার সময়সীমা বাড়ানো হল। এর আগে আয়কর জমার নির্ধারিত সময়সীমা ছিল ২০২১ সালের ৩১ ডিসেম্বর। আয়কর জমার সময় বৃদ্ধির পাশাপাশি সিবিডিটি অডিট রিপোর্ট জমার নির্ধারিত সময়সীমা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। একাধিক চাটার্ড অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন, করদাতা, হিসাব নীরিক্ষক ও নীরিক্ষক সংস্থাগুলির তরফে সরকারের কাছে অডিট রিপোর্ট জমার জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়। সোশ্যাল মিডিয়াতেও তার মেয়াদ পক্ষে স্বপক্ষে হ্যাশট্যাগ প্রচার করেন। তারপরেই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করা হল।