এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক এর উদ্বোধন হল আজ। রাজ্যে সাতটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে যে আই ব্যাঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম আই ব্যাঙ্কের সূচনা হল।
মুর্শিদাবাদ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে যে সমস্ত আই বল সংগ্রহ করা হত সেগুলিকে সংরক্ষণের জন্য কোলকাতায় নিয়ে যেতে হত। এখন থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্কেই আই বল সংরক্ষণ করা হবে। এ ছাড়া যারা কর্নিয়া দেবেন , অর্থাৎ অন্ধ মানুষদের চক্ষু প্রতিস্থাপনের জন্য আর জেলার বাইরে গিয়ে পরিষেবা নিতে হবে না। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্কের পরিষেবা পেয়ে উপকৃত হবেন জেলার মানুষ। শুক্রবার ফিতে কেটে আই ব্যাঙ্কের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ অমিয় কুমার বেরা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীরা ৷