এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে মানসিক শক্তিকে ভর করে মাধ্যমিকে চোখ ধাঁধানো ফল করলো বালুরঘাট ব্লকের কামাড় পাড়ার ছিয়াসি গ্রামের এক ছাত্রী । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কামার পাড়া এলাকার ছিয়াসি গ্রামের বাসিন্দা পায়েল পাল এবছর মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। পায়েল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া । চলার ক্ষমতা নেই। পায়েল তার মায়ের সাহায্য নিয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করে এবছর মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর নিয়ে পাস করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই বিরল কৃতিত্বের অধিকারিনী পায়েলের এই নজরকাড়া ফলাফলের জন্য তাকে সম্মান জানালো বালুরঘাট থানা।
এদিন বালুরঘাট থানার পক্ষ থেকে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তি পাঁজা সহ অন্যান্য আধিকারিকরা পায়েলের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানায় পাশাপাশি পায়েলের ব্যবহারের জন্য একটি ট্রাই সাইকেল প্রদান করে পুলিশ। আগামী দিনেও পায়েলের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিরল কৃতিত্বের অধিকারিনী এই ছাত্রীকে সম্মান জানাতে বালুরঘাট থানার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে পায়েলের বাবা-মা।