জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

ভুয়ো তৃণমূল নেতা! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তৃণমূল রাজ্য নেতার বক্তব্য ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্দরে। ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব স্বপন ব্যানার্জি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তপন থানায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ওই ভুয়ো নেতার বক্তব্যে উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তাতে এদিনই জেলা কোর কমিটির বৈঠক ডেকেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জল বসাক। এই ঘটনায় আবার‌ও প্রকাশ্যে এলো তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব।

বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জল বসাক এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দিন কয়েক আগে জেলার তপনে একুশে জুলাই কর্মসূচি নিয়ে তৃণমূলের তপন ব্লক সভাপতি একটি মিটিং করেন। ঠিক সেই দিন‌ই কিছুটা দূরেই তৃণমূলের কিছু নেতা কর্মী আরেকটি মিটিং করেন, যা অবৈধ। ঐ মিটিং এর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, স্বপন ব্যানার্জি নামে কোন এক ব্যক্তি নিজেকে তৃণমূলের কলকাতার নেতা তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন। ওই মিটিংয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র হাজির‌ও ছিলেন সেখানে।

উজ্জ্বল বসাক, জেলা তৃণমূল সভাপতি। নিজস্ব চিত্র

জেলা তৃণমূল সভাপতি উজ্জল বসাক জানান,” স্বপন ব্যানার্জি নামে ঐ ব্যক্তি তৃণমূলের কেউ নন। এক জন ভুয়ো নেতা। পাশাপাশি, ঐ মিটিংও অবৈধ।” অন্যদিকে, ঐ ভুয়ো নেতা স্বপন ব্যানার্জির বিরুদ্ধে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এই ঘটনায় একদিকে যেমন তৃণমূলের ভুয়া নেতা প্রসঙ্গ উঠে এসেছে, পাশাপাশি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকট, সে বিষয়টিও ফুটে উঠেছে।

তৃণমূলের ভুয়া নেতা প্রসঙ্গে কটাক্ষ করেছেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। পাশাপাশি তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনায় আরও একবার তা প্রকাশ্যে এলো বলে জানান তিনি। যদিও এ বিষয়ে প্রশান্ত মিত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্বরূপ চৌধুরী, জেলা বিজেপি সভাপতি। নিজস্ব চিত্র