জুলাই 6, 2024
Latest:
জাতীয়

শীর্ষ ব্যাংকের সিন্দুক থেকে জাল নোট উদ্ধার

এনএফবি, নিউজ ডেস্কঃ

শীর্ষ ব্যাঙ্কের সিন্দুক থেকেই উদ্ধার হল জাল টাকার নোট। সংবাদ সূত্রে জানা গেছে, লখনউ-এ অডিট চলাকালীন ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি সিন্দুক থেকে ৪৫৪টি জাল মুদ্রা উদ্ধার হয়। উদ্ধার হওয়া জাল মুদ্রার মূল্য ৪৭ হাজার ৭১০ টাকা।

জাল নোট উদ্ধারের পর আরবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সত্যবীর সিং পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্র থেকে জানা যায়, উদ্ধার হওয়া জাল নোট গুলির মধ্যে ১৮টি ৫০ টাকার নোট, ৪৪৩টি ১০০ টাকার নোট এবং একটি করে ৫০০,২০০০ ও ১০ টাকার নোট পাওয়া যায়। মহানগর স্টেশন হাউসের অফিসার দীনেশ চন্দ্র মিশ্র, জাল নোটকে আসল হিসাবে ব্যবহার করার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান। একই সঙ্গে দীনেশ চন্দ্র জানান, গত বছর এপ্রিল মে মাসে এই ধরনের একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, জাল মুদ্রার মাধ্যমে লেনদেন এবং তা মুদ্রণ একটি গুরুতর অপরাধ।