জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে ফালাকাটা পুরসভা

এনএফবি,আলিপুরদুয়ারঃ

রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার ধূপগুড়ি মোড়ের ভেনাস বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার অভিযানে নামেন স্থানীয় পুরসভার কাউন্সিলররা। ওই অভিযানে নেতৃত্ব দেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি। ইতিমধ্যেই ১ জুলাই থেকে শহরের বিভিন্ন বাজার ও দোকানে ৭৫ মাইক্রনের নিচের প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে সারা দেশ জুড়ে। কিন্তু তার পরেও একশ্রেণির ক্রেতা ও বিক্রেতাদের কিছুতেই হুঁশ ফিরছে না বলে অভিযোগ।এদিনের অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেওয়া হয়।পুরসভার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এরপরেও যদি কেউ আইন ভেঙে ৭৫ মাইক্রনের নিচের প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করেন, তবে ভবিষ্যতে ক্রেতা ও বিক্রেতাদের মোটা জরিমানা দিতে হবে। সঙ্গে আইনের ফাঁসেও পড়তে হবে।