অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসিতে না যাওয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন কালীপুজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “সৌরভ বাংলার ছেলে বলে আইসিসি-র চেয়ারম্যান হল না। শরদ পওয়ার ছিলেন, জগমোহন ডালমিয়া ছিলেন। সৌরভ এখানে বিসিসিআই-তে ছিল। সুপ্রিম কোর্ট সৌরভ আর অমিত শাহের ছেলে জয় শাহের মেয়াদ বাড়িয়ে ছিল। এক জন থেকে গেল। আর এক জন বাদ চলে গেল। কী অপরাধ ওর? ভারত থেকে কারও নাম আইসিসি-তে পাঠায়নি। এটাই খেলা। দু’বছর অন্যকে সমর্থন করবে, তারপর নিজেদের লোক পাঠাবে। অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার। লজ্জা করছে আমার।”
আইসিসি-র চেয়ারম্যান নির্বাচনে ভারত থেকে কারও মনোনয়ন না দেওয়া নিয়েও আজ সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, “আইসিসি-তে ভারতের চেয়ারম্যান হল না। ভারত লড়লে আর কেউ জিততে পারে না। আইসিসি-তে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তুমি সৌরভকে দু’বছর দিতে পারতে। তার পর না হয় তোমার ছেলেকে( জয় শাহ) পাঠাতে। কেউ আপত্তি করত না।”