জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার- সৌরভ প্রসঙ্গে ফের সরব মমতা

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসিতে না যাওয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন কালীপুজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “সৌরভ বাংলার ছেলে বলে আইসিসি-র চেয়ারম্যান হল না। শরদ পওয়ার ছিলেন, জগমোহন ডালমিয়া ছিলেন। সৌরভ এখানে বিসিসিআই-তে ছিল। সুপ্রিম কোর্ট সৌরভ আর অমিত শাহের ছেলে জয় শাহের মেয়াদ বাড়িয়ে ছিল। এক জন থেকে গেল। আর এক জন বাদ চলে গেল। কী অপরাধ ওর? ভারত থেকে কারও নাম আইসিসি-তে পাঠায়নি। এটাই খেলা। দু’বছর অন্যকে সমর্থন করবে, তারপর নিজেদের লোক পাঠাবে। অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার। লজ্জা করছে আমার।”

আইসিসি-র চেয়ারম্যান নির্বাচনে ভারত থেকে কারও মনোনয়ন না দেওয়া নিয়েও আজ সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, “আইসিসি-তে ভারতের চেয়ারম্যান হল না। ভারত লড়লে আর কেউ জিততে পারে না। আইসিসি-তে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তুমি সৌরভকে দু’বছর দিতে পারতে। তার পর না হয় তোমার ছেলেকে( জয় শাহ) পাঠাতে। কেউ আপত্তি করত না।”