জুলাই 5, 2024
Latest:
জেলা

খুলল ‘ফার্মার্স ফিল্ড স্কুল’

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

জৈব সার তৈরী থেকে জৈব পদ্ধতিতে সবজি চাষ করার লক্ষ্যে স্থানীয় কৃষকদের নিয়ে দুটি জৈব গ্রাম গড়ে তুলতে সরকারি উদ্যোগে খোলা হলো ফার্মার্স ফিল্ড স্কুল।

জেলা কৃষি দপ্তরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার অঞ্চলের ফুলহারা গ্রাম ও পার্বতীপুর গ্রাম দুটিকে বেছে নিয়ে এই জৈব গ্রাম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা কৃষি দপ্তর। মুলত এই দুটি গ্রামে সবজি চাষ হয়ে থাকে বেশি পরিমাণে। সে কারণেই বালুরঘাট ব্লক কৃষি দপ্তর তাদের কর্মসূচী সফল করতে এই গ্রাম দুটিকেই বেছে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও এই দুটি গ্রামের প্রচুর বাড়িতে গরু গৃহপালিত হয়ে থাকে বলে জৈব্য সার তৈরির বিষয়টি স্থানীয় সবজি চাষিদের হাতে কলমে শিক্ষায় শিক্ষিত করে তুলতে সুবিধা হবে বলে এই গ্রাম গুলিকেই বেছে নেওয়া হয় বলে জানা গেছে।

নিজস্ব চিত্র

ব্লক কৃষি আধিকারিক তমাল সাহা জানান, “পূর্বে তো কোন কেমিক্যাল সার ছিল না। আমাদের পুর্বপুরুষরা এই গরুর গোবর দিয়েই জমির উর্বরতা বাড়াতে চাষ আবাদ করত। সবজি চাষে এই সার ভীষণ উপকারি ও ফলন বাড়াতেও ভীষণ উপকারি। সেই জৈব সার পদ্ধতি তৈরি ও এই জৈব সার প্রয়োগ করে কিভাবে চাষবাদ করতে হবে তা এই ফার্মার্স স্কুল শিবিরের মাধ্যমে এলাকার কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের এই জৈব পদ্ধতিতে চাষাবাদ করার ব্যাপারে শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের এই শিবির স্থাপনের মুল লক্ষ্য।”

তনয় সাহা, ব্লক কৃষি আধিকারিক। নিজস্ব চিত্র

অপরদিকে স্থানীয় কৃষকরাও খুশি তাদের এই স্কুলের মাধ্যমে এই চাষে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের সবজি চাষে আরও উন্নতি ঘটিয়ে নিজেদের বাড়তি লাভের মুখ দেখতে পাবেন বলে।

বসুধা রঞ্জন সরকার, কৃষক। নিজস্ব চিত্র