জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

জমিতে কীটনাশক ব্যবহারে সর্বস্বান্ত কৃষক

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

পাটের ফলন বাঁচাতে বাজার থেকে কিনে আনা কীটনাশক জমিতে স্প্রে করে সর্বস্বান্ত হলেন এক পাট চাষি। পাটের ফলন তো হলই না, উলটে কীটনাশক স্প্রে করায় সমস্ত জমি সাদা হয়ে পড়ায় অন্য ফসল ফলবে কিনা সে নিয়ে ঘোর দুশ্চিন্তায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর এলাকার এক পাট চাষি।

যদিও কীটনাশক যে দোকান থেকে কিনে এনেছিল ওই পাট চাষি, সেই কীটনাশক কোম্পানীর বিক্রেতা অভিযোগ পেয়ে সরেজমিনে ওই জমি খতিয়ে দেখে কীটনাশক স্প্রে করার জন্যই এই ঘটনা ঘটেছে তা মানতে নারাজ। বিষয়টি ল্যাবরেটরিতে টেস্ট ছাড়া বলা সম্ভব নয়। পাশাপাশি তার আরও দাবি, এই কীটনাশকের সাথে অন্য কিছু মিশে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে। যদিও ওই পাট চাষি তা মানতে নারাজ। তাঁর দাবি তিনি কীটনাশক কিনে আনা থেকে জমিতে তা ব্যবহার করার নিয়মাবলি থেকে সব কিছু ওই কোম্পানীর বিক্রেতার পরামর্শে করেছেন। পাট চাষি জানান, “যখন পাশের জমিতে পাটের ফলন বেশ ভাল হচ্ছে অথচ নিজের জমিতে কীটনাশক দেওয়ার পরও পাটের ফলন না হওয়ায় আমি তাদের সাথে যোগাযোগ করলেও তারা আমাকে আশ্বস্ত করে বলেন ঠিক পাট গজাবে।” অথচ তাদের কথার পরেও তাঁর জমির হাল আজ সুখা জমিতে পরিণত হয়ে গেছে। ওই পাট চাষির অভিযোগ, ওই কীটনাশক কোম্পানীকে অবিলম্বে তাঁর এবারের পাটের ফলন বাবদ ক্ষতিপূরণ দেবার পাশাপাশি তাঁর জমিকে চাষ যুক্ত জমিতে পরিণত করে দিতে হবে। এখন দেখার কোম্পানীর লোক এসে পরিদর্শনের পর তাঁর হাল ফেরে কিনা!