এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
পাট চাষ করে স্বপ্নভঙ্গের আশঙ্কায় রয়েছে দক্ষিণ দিনাজপুরের চাষিরা ৷
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি, হরিরামপুর, গঙ্গারামপুর, তপন, বালুরঘাট বিভিন্ন ব্লকে পাটের জমিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষিদের ঘুম উড়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, রাজ্যের পাট উৎপাদনকারী জেলা গুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা অন্যতম। ফলন ভালো হওয়ার কারণে প্রত্যেক বছরই এই জেলায় উৎপন্ন পাটের চাহিদা থাকে রাজ্য জুড়ে। যদিও এবছর মরসুমের প্রথম থেকেই বৃষ্টিপাত না হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অত্যাধিক গরমের কারণে জেলার বিভিন্ন ব্লকে বেশিরভাগ পাটের জমিতে পোকার আক্রমণ ঘটেছে। এর ফলে স্থানীয় পাট চাষিদের আশঙ্কা, এই অবস্থায় এবছর পাট চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বহু বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের ভালো ফলন হয়ে আসছে। সেই কারণে এই বছরও ব্যাপকহারে পাট চাষ করেছিলেন জেলার চাষিরা যদিও আবহাওয়ার খামখেয়ালিপনায় এখন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা জেলার পাট চাষিদের
জেলার বুনিয়াদপুর শহরের পাট চাষি অনন্ত মন্ডল বলেন “মাজরা পোকার আক্রমণে পাটের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে আমার।আবহাওয়ার কারণেই পাট চাষ করে চরম সমস্যায় পড়েছি। প্রশাসন বিষয়টি দেখলে উপকৃত হব।”
কৃষি আধিকারিক এভারেস্ট লেপচা জানিয়েছেন “পাটের জমিতে এই সময় পোকার আক্রমণ খুব একটা বড় বিষয় নয়। বৃষ্টিপাত না হওয়ার কারণেই এমন সমস্যা হয়েছে। পাট গাছ বড় হলে এবং আবহাওয়া পরিবর্তন হলে সমস্যা অনেকাংশেই মিটবে।”