চাষীর ছেলে কোটিপতি

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাতারাতি কোটিপতি হয়েছে চাষীর ছেলে। এমন কান্ড ঘটায় অবাক সকলেই। আর তারপর থেকেই রীতিমত হইচই পড়ে গিয়েছে এলাকায়।
জানা গিয়েছে যে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রুকুনপুর মাহাত পাড়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর বুদ্ধদেব মাহাত। হঠাৎই বুদ্ধদেবের খোঁজ পাওয়া যাচ্ছিলনা । তারপর দেখে সে পুলিশের দ্বারস্থ হয়েছে।

পরিবার সূত্রে জানা যায় শনিবার হরিহরপাড়ার রুকুনপুর মোড়ের একটি লটারির দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন তিনি। তারপর আর পাঁচটা দিনের মতই সন্ধ্যা বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা সেরে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই লটারির দোকানদার তার খোঁজ করে জানান যে, সে কোটিপতি হয়ে গিয়েছেন। তারপর থেকেই আনন্দে আত্মহারা। পরিবারের নেমে এসেছে খুশির আবহ।

বুদ্ধদেব মাহাত। নিজস্ব চিত্র

বুদ্ধুদেব জানান প্রথমে ৩০০ টাকার টিকিট কেটে ১২৫০০ টাকা পাই পরে আবার ১৫০ টাকার টিকিট কেটে ১ কোটি ।

বুদ্ধদেবের বাবা স্বপন মাহাত জানান, টিকিট কাটা নেশা ছিল, বাড়িতে টিকিট কাটা নিয়ে অশান্তি লেগেই থাকতো। লটারির টিকিটের টাকা না থাকলে বাড়ির জিনিস পত্র বিক্রি করে লটারির টিকিট কাটতেন ছেলে, মাঝে মধ্যে মায়ের কাছে টাকা নিয়ে টিকিট কাটে। কোনদিন ভাবতেই পারেন নি চাষীর ছেলে কোটিপতি হবে।