এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
এক বাস কর্মীর দক্ষতায় প্রায় এক মাস পর মালদার চাঁচল এলাকা থেকে নিখোঁজ হওয়া ছেলে কে বালুরঘাটে ফিরে পেলেন তার বাবা।
আজ সন্ধ্যায় খবর পেয়ে মালদার চাঁচলের শোলমারি গ্রাম থেকে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ডে এসে নিখোঁজ থাকা ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার বাবা নরুল আমীন। পাশাপাশি যে বাস কর্মীর দক্ষতায় তার ছেলেকে ফিরে পেলেন সেই বাপি নামের যুবক টিকে ও অন্যান্য বাস কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
অপরদিকে সেই বাস কর্মী বাপি জানান, ” বেশ কয়েকদিন আগে খানপুরের এক মটর গ্যারেজে ছেলেটির জামাইবাবু আমার হাতে ওর নিখোঁজ হওয়ার একটি বিজ্ঞাপন দিয়েছিল। তাতে ছেলেটির ছবিও ছিল। আজ বিকেলে আমি সাইকেলে করে স্ট্যান্ডের দিকে আসতে গিয়ে হঠাৎ করে দেখতে পাই ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ওকে ধরে ওর ছবির সাথে মিলিয়ে দেখে নিশ্চিন্ত হই। তারপর ওকে ইউনিয়ন অফিসে এনে ওর বাবার দেওয়া ফোন নম্বরে ফোন করি। এখন ওর বাবা এলে, আমরা ওকে ওর বাবার হাতে তুলে দিলাম।”
যদিও তিনি এর জন্য কোন কৃতিত্ব নিতে নারাজ। তিনি বলেন, একজন বাবাকে তার নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিতে পেরেছি, এতেই সব পেয়েছি।
এদিকে ভর সন্ধ্যায় বালুরঘাট বাস স্ট্যান্ডে এমন এক আবেগ ঘণ মুহূর্তে সাক্ষী হতে প্রচুর লোক জমায়েত হয়ে বাস কর্মী ও তাদের সংগঠনকে সাধুবাদ জানায়।