জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

অবসর নিলেন ফেডেরার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খারাপ খবর টেনিস প্রেমীদের জন্য। টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর আর প্রতিযোগিতা মূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তাঁর কোর্টে ফেরা চলছিল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা করলেন ফেডেরার। বৃহস্পতিবার নেটমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।

ফেডেরার লিখেছেন, “গত তিন বছরে অনেক বাধার সম্মুখীন হয়েছি। বার বার চোট এবং অস্ত্রোপচার হয়েছে। খেলায় ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা এবং কত দূর পর্যন্ত টানতে পারব, সেটাও জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যত পরিস্কার বুঝতে পেরেছি। এখন আমার ৪১ বছর বয়স। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। আমি যা ভেবেছিলাম, টেনিস আমাকে তার থেকেও বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ, সেটা এ বার বুঝতে পেরেছি।”