জুলাই 3, 2024
Latest:
জাতীয়ফিচার

ভিভিআইপি সুরক্ষায় এবার মহিলা কমান্ডো

এনএফবি, নিউজ ডেস্কঃ

একাধিক অত্যাধুনিক অস্ত্র এবং গেজেটে সুসজ্জিত হয়ে নারী কমান্ডোদের দেখা যাবে দেশের ভিভিআইপি সুরক্ষায়। সূত্রের খবর, সম্ভবত জানুয়ারি মাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআরপিএফ মহিলা কমান্ডোরা।

আসন্ন বিধানসভা ভোটের আগেই তাঁদের নিযুক্ত করা হবে বলে জানা গেছে। এই বাহিনীতে রয়েছেন ৩২জন কমান্ডো। সম্প্রতি তাঁদের দশ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম দিকে তাঁদের জেড প্লাস নিরাপত্তাকর্মীদের সঙ্গেই মোতায়েন করা হবে।