অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০২২ সালে কাতার বিশ্বকাপে ঐতিহাসিক সিদ্ধান্ত। এই প্রথম বার ফিফা পুরুষ বিশ্বকাপে রেফারির দায়িত্বে থাকবে কোনও মহিলা। ফিফার তরফে ইতিমধ্যে তিন জন মহিলা রেফারি এবং তিন জন মহিলা সহকারী রেফারির নাম ঘোষণা করা হয়েছে। এখন তাঁদের মাঠে নামার অপেক্ষা।কাতার বিশ্বকাপে মোট ১২৯ জন অফিশিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ফিফা এই ছয় মহিলা অফিশিয়ালদের নামও ঘোষণা করেছে। সবচেয়ে মজার বিষয় হল, কাতারের মতো দেশে, যেখানে পুরুষতন্ত্রের প্রচলন এবং আজও যেখানে শরিয়ত আইনের প্রভাব রয়েছে, সেখানে মহিলা রেফারিদের এনে বিপ্লব ঘটাতে চলেছে ফিফা।