জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

৩০ অক্টোবর ভারতে আসবেন ফিফা সভাপতি ইনফানটিনো

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

শেষ ভারতে এসেছিলেন ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে কলকাতায় । আর এবার ফের চলতি বছর ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুম্বইতে ৷ আগামী ৩০ অক্টোবর ফাইনাল মুম্বইয়ে। এদিন এই কথা জানালেন সদ্য ফিফা সভাপতির সঙ্গে দেখা করে আসা নবনিযুক্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তার কথায়, প্রথমে ঠিক ছিল ফিফা সভাপতির সঙ্গে অল্প কিছুক্ষণ কথা হবে। আমি প্রথমেই বলি আমি ভারতীয় ফুটবলের স্বার্থ ছাড়া এখানে ব্যক্তিগত কোনো কথা বলবো না। তারপর কথা গড়াতে গড়াতে অনেক দূর চলে যায়। আমি উনাকে বলি আমাদের দেশের মেধা সারা পৃথিবীতে ছড়িয়েছে। হয়ত ফুটবলে আমরা কিছুটা পিছিয়ে আছি । কিন্তু কনফেডারেশন কাপ, ফুটবল বিশ্বকাপের মত টুর্নামেন্টে কেন আমাদের রেফারিরা যাবে না! অন্তত ৫ জন রেফারিকে তো ভারত থেকে নেওয়া যেতেই পারে।’ উনি সাহায্যর আশ্বাস দিয়ে বলেছেন দেখবে তোমাদের রেফারিদের যেন ভুঁড়ি না থাকে। ম্যাচের আগের দিন প্লেয়াররা খাটবে আর রেফারিরা আরাম করবে সেটা যেন না হয়। তাঁদেরও সমান পারদর্শী হতে হবে।’

চলতি বছর ২০২২ সালে কাতারে হবে ফুটবল বিশ্বকাপ আর তাদের সঙ্গে কল্যাণ মউ সাক্ষর করে আসেন। সেই বিষয়ে বলেন, ওরা প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছে। কী গরম স্টেডিয়ামে চেয়ারের মধ্যে থেকে সুন্দর কিছুক্ষণ পরপর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে দারুণ বিষয়। ওদের প্রযুক্তি আমরা ব্যবহার করব। আমি কুয়েতের ফুটবল সভাপতির সঙ্গে কথা বললাম উনাকে বললাম যদি ভারত আর কুয়েতের ম্যাচ হয় আপনাদের এখানে দেখবেন আপনার দেশের থেকে বেশি আমাদের দর্শক আছে। মনে হবে ভারত হোম ম্যাচ খেলছে আর কুয়েত আওয়ে ম্যাচ খেলছে। উনি রাজি বলেছেন কোনো টাকা লাগবে না আমাদের ওখানে থাকার।’এদিন আইএফএ অফিসে কল্যাণকে সংবর্ধনা দেওয়া হয়। উপহারে ছিল মিষ্টির হাঁড়ি, পাঞ্জাবি, শুকনো খাবার আরও অনেক কিছু। উপস্থিত ছিলেন সচিব অনির্বান দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায় সহ বাকি কর্তারা।সুব্রত দত্ত বলছিলেন,”অতীতে কল‍্যাণের সঙ্গে আমার ফুটবল নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। ওর নানান পরিকল্পনা ভীষণই ইতিবাচক। কল‍্যাণ ভীষণ ঠান্ডা মাথার ছেলে। ধির,স্থির, পরিণত মাথা। ওর বড় গুণ হল, সবাইকে নিয়ে কাজ করতে চায়। যোগ‍্য ব‍্যক্তির হাতেই ফেডারেশনের দায়িত্ব গিয়েছে। আমার বিশ্বাস, কল‍্যাণের হাত ধরেই ভারতীয় ফুটবলের অগ্রগতি ত্বরান্বিত হবে। আমি বিশ্বাস করি,কল‍্যাণ দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করবে।”এছাড়া মোহনবাগানের নাম উচ্চারণ না করলেও কল্যাণ জানান সব ক্লাবকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হবে আর খুব তাড়াতাড়ি রাজ্য সংস্থার গুলো আলাদা সূচি তৈরী করবেন তারা ।