জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সুরজিৎকে শ্রদ্ধা ফিফার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর উদ্দেশ্যে শোকবার্তা পাঠালো ফিফা৷ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এআইএফএফ’কে পাঠানো শোকবার্তায় লিখেছেন, “প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমার আন্তরিক সমবেদনা জানায়৷ শোকপ্রকাশের কোনও ভাষা আমার কাছে নেই৷” ইনফান্তিনো শোকবার্তায় আরও লেখেন, “আন্তর্জাতিক ফুটবল কমিউনিটির পক্ষ থেকে আমি ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে, সুরজিতের পরিবার, প্রিয়জনের প্রতি সমব্যথী৷”

১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন। যদিও এরপরের মরশুমে মোহনবাগান ছেড়ে চলে গিয়েছিলেন। ১৯৭৫ সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ গোল দিয়েছিল। তার প্রথম গোল ছিল সুরজিতের। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন। ১৯৮০ সালে ফের আসেন মোহনবাগানে। ১৯৭৮-এ সুরজিত্‍-এর অধিনায়কত্বে ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের। ১৯৭৫-এর শিল্ড ফাইনালে প্রথম গোল সুরজিৎ সেনগুপ্তর। সেই ম্যাচে ৫ গোলে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল।মারডেকা কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়া সুরজিৎ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১8 টি ম্যাচ৷ অভিষেকের বছরে দেশের জার্সিতে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন সুরজিৎ৷এশিয়াতেও ভারতীয় দলের হয়ে খেলেছিলেন সুরজিৎ৷ অনুর্ধ১৭ বিশ্বকাপে ভারতে এসে সুরজিতের সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো৷ কোনোদিনও কোচিং না করালেও সেই সময় ফুটবলার হিসেবে সুরজিৎ সেনগুপ্ত এশিয়া ফুটবলে ছিলেন বর্ণময় চরিত্র৷
করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও জীবনের মূলস্রোতে আর আর ফেরা হয়নি৷
এছাড়াও এদিনের ফিফার বড় সিদ্ধান্ত, রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ থেকে কার্যত নির্বাসিত করা হয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফিফা রুশ ফুটবলারদের জন্য প্রথমে কড়া নির্দেশিকা জারি করে। পরে অবশ্য স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাতার বিশ্বকাপ খেলতে পারবে না পুতিনের রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলিকে নির্বাসিত করার কথা ঘোষণা করে। ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ডের মতো দেশগুলি সরাসরি রাশিয়াকে বয়কটের পথে হাঁটতে চাওয়ার কথা জানিয়ে দেওয়ায় চাপ বাড়ছিল ফিফার উপর। ফলে চাপে পরেই ফিফা এই সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে পরের বছর মহিলা যুব বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। ২০২০ সালে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য সেটা হতে পারেনি। সেই বিশ্বকাপ পরিকল্পনা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের থেকে জানতে চাইলো ফিফা কর্তারা। আপাতত ঠিক আছে যুবভারতী সহ ভারতের পাঁচটি স্টেডিয়ামে মহিলা যুব বিশ্বকাপের ম্যাচগুলো।