স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কেন শুরু থেকে বেঞ্চে বসিয়ে রাখা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’কে! এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন সিআরসেভেনের বান্ধবী এবং দুই বোন। তবে বিতর্কের মাঝেই পর্তুগালের সেরা খেলোয়াড়কে বিশেষ ভাবে শ্রদ্ধা জানাল বিশ্বফুটবলের নিয়ামক সংস্থাটি (FIFA)।
একটি ভিডিও পোস্ট করেছে ফিফা। সেখানে পর্তুগীজ তারকার সেরা গোলগুলি দেখানো হয়েছে। শুধু তাই নয়, ভিডিওর ক্যাপশনে পর্তুগিজ ভাষায় রোনাল্ডো’কে ধন্যবাদ জানিয়েছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থাটি। ফিফার তরফে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘অব্রিগ্যাডো ক্রিশ্চিয়ানো’। মরক্কোর বিরুদ্ধে এই দিন এক গোলে (১-০) হারে পর্তুগাল। ৪২ মিনিটে এন নাসিরির গোলেই বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে যায় পর্তুগালের। যদিও শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ফার্নান্দো স্যান্তোসের ছাত্ররা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তাঁরা। সেই কারণে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল পর্তুগালের।
Obrigado, @Cristiano
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
এই দিন মরক্কোর বিরুদ্ধে হারের পর রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগালের ফুটবলাররা। পেপে বলেছেন, “অনেক ফাউল আমাদের বিপক্ষে দেওয়া হয়েছে। ওরা যখন ফাউল করছিল তখন রেফারি কার্ড দেখাচ্ছিল না। শেষে যখন লাল কার্ড দেখাল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। রেফারি ওদের বেশি সময় নিয়ে খেলিয়েছে।”
অন্যদিকে ব্রুনো ফার্নান্দেজ বলেন, “ওরা আর্জেন্টিনাকেই বিশ্বকাপ দিয়ে দিক। আমি কাউকে পরোয়া করি না। যেটা ভাবছি, সেটাই বলছি। তাতে যা হওয়ার হবে।”
পর্তুগালের মিডফিল্ডার আরও বলেন, “ফিফা এমন একটা দেশের রেফারিকে দায়িত্ব দিল যারা গ্যালারি থেকে আমাদের শিস্ দেয়। ইচ্ছা করেই তেলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা ম্যাচে ও কী রকম সিদ্ধান্ত নিয়েছে সেটা সবাই দেখেছে।”
উল্লেখ্য এই দিন পর্তুগাল বনাম মরক্কোর ম্যাচ পরিচালনা করার দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দ তেলো।