জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

অবশেষে জালবন্দী নকশালবাড়ির চিতা

এনএফবি,শিলিগুড়িঃ

অবশেষে প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় গাছের ডালের ওপরে উঠে পড়া চিতাবাঘকে জালবন্দী করল বন দফতর। চিতাবাঘটি জালবন্দী হতেই স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের।

রবিবার সকালে
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির কালুয়াজোতে সামাজিক বনসৃজনের অধীন একটি গাছের ডালের ওপরে উঠে পড়ে চিতাবাঘ। এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর স্থানীয়রা খবর দেয় বন দফতরে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় রেঞ্জ ও বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা। বেশ কয়েকঘন্টা প্রচেষ্টা চালায় বনকর্মীরা। এবং যে গাছে চিতাবাঘটি বসে ছিল সেই গাছটি কেটে ফেলা হয়। তখনই জালবন্দী করা হয় চিতাবাঘটিকে।

নিজস্ব চিত্র