এনএফবি, কলকাতাঃ
নব ঘোষিত দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার ১৮ ফেব্রুয়ারি কালীঘাটে এই সভা ডাকা হয়েছে।
টানাপোড়েনের মুখে ১২ ফেব্রুয়ারি শনিবার কালীঘাটে জরুরি বৈঠকে দলের সমস্ত পদ অবলুপ্ত করে নতুন জাতীয় সমিতি গড়ে দিয়েছিলেন দলনেত্রী। নবীন প্রবীণ সমন্বয়ে ২০ জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছে ওয়ার্কিং কমিটি। পরে পদাধিকারীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন মমতা। সেইমত পরের দিন শুধু তিনজন মিডিয়া কো-অর্ডিনেটরের নাম জানানো হয়।
রাজনৈতিক মহলের অনুমান, শুক্রবারের বৈঠকে বাকি পদাধিকারীদের নাম ঘোষিত হবে। এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরে কোনও পদই নেই। আপাতত সমস্ত দায়িত্ব জাতীয় কর্মসমিতির এবং শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
আরও পড়ুনঃ মহারাজের আমন্ত্রণে উত্তরবঙ্গ সফরে আসছেন মমতা, সোহমের ব্যক্তিগত সহকারী গ্রেফতার