জুলাই 8, 2024
Latest:
জেলা

জালে ধরা পড়ছে না মাছ, হতাশ মৎস্যজীবীরা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

গত ১৫ ই জুন বহু মৎস্যজীবী সমুদ্রে মাছ শিকারে বেরিয়েছিলেন। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় কার্যত হতাশ হয়ে ফিরে এসেছেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা। দীর্ঘ কয়েক মাস ব্যাড পিরিয়ড কাটার পরে গত ১৫ ই জুন বেশ কয়েকশো ট্রলার সমুদ্র পাড়ি দিয়েছিল মৎস্য শিকারের জন্য। কিন্তু সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় কার্যত অসুস্থ হয়ে ফিরে আসতে হয়েছে তাদের। মৎস্যজীবীদের কথায় সমুদ্রে চলছে প্রচন্ড রোলিং আর মাছের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তাই তাদেরকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। প্রয়োজনীয় বৃষ্টি না থাকার কারণে মাছ সেভাবে পাওয়া যাচ্ছে না বলেও তারা জানিয়েছেন। যেখানে একেকটি টলারের পিছনে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে সেখানে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার মাছ পাওয়া যাচ্ছে। তার ফলে কার্যত হতাশ হয়ে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। গত ১৫ ই জুন তারা মৎস্য শিকারে বেরোলো গতকাল থেকে বেশ কয়েকশো ট্রলার ফিরতে শুরু করেছে বিভিন্ন মৎস্য বন্দর কেন্দ্র গুলিতে। কিন্তু সেভাবে মাছ না থাকায় হতাশ হয়ে পড়েছেন মৎস্যজীবীরা।

মহেশ্বর জানা, মৎস্যজীবী। নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র