ফিট রোহিত, কমিয়ে ফেলেছেন দশ কেজি ওজন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খুশির খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য। এনসিএ তে ফিটনেস টেস্টে পাশ করলেন ভারতের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত প্রোটিয়া সফরে খেলতে পারেননি রোহিত। এতদিন ফিট হতে রিহ্যাব করছিলেন বেঙ্গালুরুর এনসিএতে। এবারে এনসিএতে ফিটনেস টেস্টে পাস করেছেন হিটম্যান। ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে চেপেছে সেই কারণে নিজেকে আরও ফিট করতে প্রায় ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন রোহিত। রোগা হওয়ার পাশাপাশি আরও ফিট হিটম্যান। এনসিএ সূত্রে জানা যাচ্ছে নিজের আলাদা ডায়েট চার্টও বানান ভারতের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক। আগামী ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে-র পর তিনটি টি-২০ ম্যাচও খেলবেন রোহিতরা। তবে সীমিত ওভারের ফর্ম্যাটের সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিসিআই। এই পরিস্থিতিতে বোর্ডের এক সূত্র জানাচ্ছে, রোহিত ফিটনেস টেস্টে পাস করেছেন। এবং আসন্ন সিরিজের জন্য তিনি তৈরিও। আগামী কয়েক দিনের মধ্যে ভারতের দল ঘোষণা হবে ক্যারিবিয়ান সিরিজের। একই সঙ্গে টেস্ট সিরিজেও অধিনায়কের নাম হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই মনে করা হচ্ছে। পিটিআইকে রোহিত ফিট হয়ে ওঠার কথা জানিয়েছেন। জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে পর্যন্ত ফিট হয়ে ওঠার জন্য সাড়ে সাত সপ্তাহেরও বেশি সময় পেয়েছে রোহিত। এখন মুম্বইয়ে ট্রেনিং শুরু করেছে। ফর্ম্যাল ফিট সার্টিফিকেট পেতে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টের জন্য দেখা যেতে পারে রোহিতকে। গত বছর টি২০ বিশ্বকাপের পরে পাকাপাকি ভাবে বিরাট কোহলির জায়গায় সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার নাম ঘোষণা করে বিসিসিআই। সেই নিয়ে নানা বিতর্কও তৈরী হয়। রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এমন খবরও সামনে আসতে শুরু করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে রোহিত চোট পেয়ে যান। ফলে পুরো সিরিজে খেলতে পারেননি। সীমিত ওভারে ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল।ভারত হেরে যায় সেই সিরিজে। তবে বিরাট কোহলি টেস্ট সিরিজ হারের পরে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। নতুন টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতই এগিয়ে খবর। এখন নতুন ফিট রোহিত কে দেখার অপেক্ষা ক্রিকেট মহলের।

আরও পড়ুনঃ ধোনির প্রশংসা গুরু গ্রেগের