অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ভারতীয় বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলের। আর নিজের পঞ্চম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড করলেন অক্ষর, নিলেন পাঁচ উইকেট।
এদিন ম্যাচ শেষে অক্ষর বলেন, “আমি ক্রিজ ভালোভাবে ব্যবহার করেছি। আমার একটা রাউন্ড-আর্ম অ্যাকশন রয়েছে। সেটা এই পিচে ভালো কাজ করছিল। এই পিচ ধীরে ধীরে আরও বেশি মন্থর হচ্ছে। প্রথম দু’দিনের তুলনায় আজ বেশি মন্থর ছিল। এটা কঠিন হতে চলেছে। সতর্ক থাকলেই এই পিচে টিকে থাকা সম্ভব হবে। দলের সিনিয়রদের ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য।“