গাড়ি দুর্ঘটনায় আহত ফ্লিনটফ

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

খারাপ খবর বিশ্ব ক্রিকেটে। গাড়ি দুর্ঘটনায় আহত প্রাক্তন তারকা ইংল্যান্ড অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

বিসিসির টিভি শো ‘‌টপ গিয়ার’‌ এর জন্য শুটিং করতে গিয়েছিলেন প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার। তখনই চোট পেয়ে বসেন ফ্লিনটফ। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ফ্লিনটফের চোট গুরুতর নয় বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ লন্ডনের ডান্সফোল্ড পার্ক এরোড্রোমে। এখন অবশ্য ফ্লিনটফ ভাল আছেন। বিবিসির তরফে বলা হয়েছে, “মঙ্গলবার সকালে টপ গিয়ার টেস্ট ট্র‌্যাকের সময় চোট পান ফ্লিনটফ। প্রাথমিক চিকিৎসার পর ফ্লিনটফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

প্রসঙ্গত দেশের হয়ে ৭৯ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। ২০০৫ ও ২০০৯ সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের পিছনে ফ্লিনটফের বড় অবদান ছিল। ইয়ান বোথামের পরে ইংল্যান্ড এত বড় অল রাউন্ডার পায়নি।