জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফ্লোরেন্টিন পোগবা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পল পোগবা-র দাদা ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) চমক দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । দলের রক্ষণভাগ যে তারা আরও শক্তিশালী করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্যদিকে ফ্লোরেন্টিনও সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়ে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “একজন মেরিনারের তকমা পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ক্লাবের যথেষ্ট ঐতিহ্যের পাশাপাশি প্রচুর সমর্থকও রয়েছে। এটা এশিয়া মহাদেশের অন্যতম সেরা একটা ক্লাব। ৭০ হাজার সমর্থকের সামনে খেলতে আমি মুখিয়ে রয়েছি।” কিন্তু, পল পোগবার দাদা ছাড়াও ফ্লোরেন্টিনের আলাদা কী পরিচয় রয়েছে? গিনিতে জন্মগ্রহণ করলেও ফ্রান্সেই বড় হয়ে উঠেছেন ফ্লোরেন্টিন পোগবা। ২০১০ সালে সিএস সেডান ক্লাবের হয়ে তিনি পেশাদার ফুটবল খেলতে শুরু করেন। এই ক্লাবের হয়ে জোড়া মরশুমে ৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। এরপর ২০১২ সালে সেন্ট এতিয়েনে যোগ দিয়েছিলেন। ঠিক এক বছর পর তিনি লিগ ওয়ানেও অভিষেক করেন। পাশাপাশি গিনির হয়ে মালির বিরুদ্ধে ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলেও অভিষেক হয়েছিল ফ্লোরেন্টিনের। তিনি আরও যোগ করেছেন, “ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে আরও বেশি করে জানতে চাই। তবে রবার্ট পায়ার্স এবং নিকোলাস আনেলকার মতো কিংবদন্তী ফুটবলারের থেকে ভারতীয় ফুটবল সম্পর্কে আমি অনেক খবরই পেয়েছি।” ৩১ বছর বয়সি এই ডিফেন্ডারকে আপাতত ২ বছরের চুক্তিতে সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।পল পোগবা নিজেও তাঁর দাদাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “তোমার নতুন ক্লাব ATK Mohun Bagan FC-তে যোগ দেওয়ার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি।”