জুলাই 3, 2024
Latest:
রাজ্য

নেতাইয়ে শহীদ স্মরণে বাধা নেই শুভেন্দুর, জানাল হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

স্বস্তির নিঃশ্বাস বিজেপির। নেতাই দিবসে, নেতাইয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ এবিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে বলেন,”প্রতিবছরের মতো এবছরও শুভেন্দু অধিকারী ৭ ই জানুয়ারী শুক্রবার নেতাই গ্রামের শহীদদের শ্রদ্ধা জানাবেন ও শহীদ পরিবারগুলির সাথে মিলিত হবেন। শুক্রবার বেলা দুটোর সময় শুভেন্দু অধিকারী লালগড়ের নেতাই গ্রামে যাবেন। সেখানে তিনি শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।” দলের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি আদালতের নির্দেশ অমান্য করে প্রশাসন কোন কিছু করার চেষ্টা করে তাহলে তার ফল ভুগতে হবে বলে তিনি জানান।

লালগড়ে নেতাই গ্রামে শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যে। বিজেপি দলের কর্মীরা দলীয় পতাকা বাদ দিয়ে কালো পতাকা নিয়ে নেতাই গ্রামে যাবেন বলে অবনী জানান।

প্রসঙ্গত, ২০১১ সালে ৭ ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিআইএমের দুষ্কৃতীরা গুলি করে চারজন মহিলাসহ মোট ৯ জন গ্রামবাসীকে খুন করে, গুলিবিদ্ধ হয় ২৮ জন গ্রামবাসী। তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ান গ্রামবাসীর। যদিও দুই হাজার কুড়ি সালে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাই প্রতিবছরের মতো এবছরও নেতাই গ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি যাবেন বলে বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়।