জুলাই 5, 2024
Latest:
জেলা

খড়্গপুরে বিজেপির পার্টি অফিস ভস্মীভূতর তদন্তে ফরেনসিক দল

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

রাতের অন্ধকারে কেউ বা কারা জ্বালিয়ে দিয়েছিল বিজেপি’র পার্টি অফিস ৷ ভস্মীভূত হয়ে গিয়েছিল সবকিছু। পশ্চিম মেদিনীপুর জেলার রেলশহর খড়্গপুরের ২৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর অনুশ্রী বেহারা’র পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সেই ঘটনা ঘটেছিল গত ১১ মার্চ ভোররাতে বা ১০ মার্চ মধ্যরাতে।

সেই ঘটনার তদন্ত করতে মঙ্গলবার (২২ মার্চ) এলো রাজ্যের দুই সদস্যের ফরেনসিক দল ৷ প্রসঙ্গত, ১১ মার্চ সকালে ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদেছিলেন অনুশ্রী ৷ শুধু পার্টি অফিস বা টিভি, আসবাবপত্র-ই নয়, ওয়ার্ডবাসীর নানা প্রয়োজনীয় ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে যাওয়ায় কেঁদেছিলেন অনুশ্রী ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, স্পষ্ট ভাবেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙ্গুল তুলেছিলেন। অনুশ্রী-কে ভোটে হারাতে না পেরেই তৃণমূল এই কান্ড ঘটিয়েছিল বলে অভিযোগ ছিল তাঁর। সেই ঘটনায় খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তবে, ১০ দিন পেরিয়ে গেলেও কোনো দুষ্কৃতী ধরা পড়েনি। এদিকে, ঘটনার প্রায় ১১ দিন পর ফরেনসিক দল পাঠানো নিয়েও উঠছে প্রশ্ন ৷ ঘটনার এতদিন পর, নমুনা সংগ্রহ করে কি আদৌও কোনো লাভ হবে?

নিজস্ব চিত্র

ফরেনসিক দলের নেতৃত্বে থাকা ড. দেবাশিস সাহা-র বক্তব্যেও যেন উঠে এলো সেকথাই ৷ তিনি বললেন, “আমরা নমুনা সংগ্রহ করতে এসেছি। নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, ল্যাবরেটারি-তে পরীক্ষার পর কারণ বোঝা যাবে। তবে, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলে, কারণ খুঁজে বের করা বেশ কঠিন বা অসম্ভব হয়ে যায় ৷ দেখা যাক।” তবে, পরীক্ষার আগে, তারা এনিয়ে কোনো প্রাথমিক অনুমানের কথাও বলতে চাননি ৷