জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

অবৈধ গাছ কাটা বন্ধ করতে গিয়ে আক্রান্ত বনদপ্তরের কর্মীরা, গ্রেফতার দুই

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বেআইনিভাবে গাছ কাটার খবর পেয়ে তা বন্ধ করতে গিয়ে মার খেলেন খোদ বনদপ্তরের বিট অফিসার সহ কর্মীরা। মারধরের ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। বেআইনি ভাবে গাছ কেটে পাচারের খবর পেয়ে বনদপ্তরের বিট অফিসার সহ কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে মারধরের অভিযোগ ওঠে। বিট অফিসার থানায় লিখিত অভিযোগ করলে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব চিত্র

শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশ হেফাজত হয় দুজনের। ঘটনাটি ঘটে জেলার চন্দ্রকোনা থানার নীলগঞ্জ এলাকায়। জানা যায়,গত ৫ ই মে বৃহস্পতিবার দুপুরে চন্দ্রকোনা থানার নীলগঞ্জ এলাকায় একটি রায়ত জায়গায় ইউক্যালিপটাস গাছের বাগানে একাধিক গাছ কেটে গাড়িতে বোঝাই করে তা পাচার হচ্ছিল। এই খবর পেয়ে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের বিট অফিসার অসিত মন্ডল সহ বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নথি চাইলে আচমকাই বিট অফিসার ও তার কর্মীদের উপর চড়াও হয় গাছ কাটার সাথে যুক্ত ব্যক্তিরা। বনদপ্তরে দাবি,প্রায় ২০-২৫ জন ছিল গাছ কাটার জায়গায়,তারা বিট অফিসার ও তার কর্মীদের ঘিরে ধরে কিলচড় ঘুসি মারতে থাকে। কোনক্রমে এলাকা থেকে বেরিয়ে আসে বনদপ্তরের অফিসার ও কর্মীরা। ঘটনায় গতকাল শুক্রবার চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেন বিট অফিসার অসিত মন্ডল। অভিযোগ পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং তাদের শনিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করে।দুজনের ৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে বলে জানায় পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,ধৃত দুজন গড়বেতা থানার আমশোল গ্রাম পঞ্চায়েতের ৩ নং কলোনি এলাকার বাসিন্দা।এদের মধ্যে একজন দীপঙ্কর সিকদার(৩০) অপরজন অনুপ মিস্ত্রী(২৮)। ঘটনায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও দোষীদের কড়া শাস্তি হোক চাইছেন বিট অফিসার অসিত মন্ডল।মারধরের ঘটনার ভিডিও ফুটেজও সামনে এসেছে আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনায়।

নিজস্ব চিত্র