জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বনকর্মীর গুলিতে নিহত পাচারকারী

এনএফবি, শিলিগুড়িঃ

মঙ্গলবার রাতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির টুকুরিয়াঝাড় বনাঞ্চলে বনকর্মীর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তি কাঠ পাচারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে টুকুরিয়াঝাড় বনাঞ্চলে গাছ কাটার খবর পেয়ে জঙ্গলে পৌঁছোয় বনকর্মীরা। এরপর কাঠপাচারকারীদের সঙ্গে বনকর্মীদের বচসা হয়। সেই সময় উত্তেজনা তৈরি হয় এবং গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরেই ঘটনাস্থল থেকে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। এবং বনকর্মীরা রেঞ্জ অফিসে ফিরে যায়। ফের যখন বনকর্মীরা ঘটনাস্থলে যায় তখন মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত,নকশালবাড়ি সার্কেলের আইসি সুদীপ্ত সরকার,নকশালবাড়ি থানার ওসি,খড়িবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে গাছ কাটার ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃতের মুখের পাশে ক্ষত চিহ্ন রয়েছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন তদন্ত চলছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।