জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

আইএসএল ভুলে এএফসিকে পাখির চোখ জুয়ানের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দুর্দান্ত ফুটবল খেলেও আইএসএল (ISL) ফাইনালে উঠতে না পারায় হতাশ হলেও অপ্রত্যাশিত পরিসমাপ্তি ভুলে এএফসি কাপকেই পাখির চোখ করছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। বুধবার ম্যাচের পর তিনি বললেন, “সত্যি বলতে, আমি খুবই হতাশ ও বিধ্বস্ত। আগে আমরা লিগের শীর্ষস্থানটা হারিয়েছি, এ বার সেমিফাইনালেও হারলাম। ফল নিয়ে একেবারেই খুশি নই। তবে দলের জন্য আমি খুবই খুশি। কারণ, খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কোয়ারেন্টাইন, কোচ ও স্টাইল বদল, সব কিছুর সঙ্গে ওরা মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে। ওদের জন্য আমি খুবই খুশি। তবে ব্যক্তিগত ভাবে আমি খুব হতাশ। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলাম না। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ তাদের সেরাটা নিংড়ে দিয়েছে। আমরা সবাই খুব মিলেমিশে প্রতিদিন কাজ করেছি। যথেষ্ট ইচিবাচক মানসিকতা ছিল সবার। এই দলটার সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। মাত্র তিন মাস করেছি ওদের সঙ্গে। কিন্তু সব শেষে অনুভূতিটা মোটেই ভাল না।” এর পরেই এএফসি কাপ। আর এক মাস দেরিও নেই। জুয়ান বলেন,”ভাল প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি প্রয়োজন। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তার আগে অবশ্যই খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম প্রয়োজন। পরিবারের লোকজনের কাছে ওদের ফিরিয়ে দিতে হবে। ওরা অনেক দিন ওদের ছেড়ে রয়েছেন। ৫-৬ দিন পর থেকে ফের দলের সঙ্গে কাজ শুরু করব। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে নামতে হবে। ওই উচ্চতায় গিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। এখন নতুন চ্যালেঞ্জেই মনোনিবেশ করতে হবে আমাদের।”

১২ এপ্রিল থেকে নিজেদের এএফসি (AFC) অভিযান শুরু করবে গঙ্গাপারের ক্লাব। নেপালের মাচিন্দ্র এএফসি (AFC) এবং শ্রীলঙ্কার ব্লু স্টার এএফসি (AFC) -র মধ্যে হতে চলা বিজয়ী দলের বিরুদ্ধে ১২ এপ্রিল মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

এক সপ্তাহের বিশ্রামে ফুটবলারদের পাঠানোর কথা ভেবেছেন জুয়ান। এক সপ্তাহ পর থেকে ফের এএফসি কাপের জন্য ছেলেদের নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি।

বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে হায়দরাবাদ এফসি -কে ১-০ ব্যবধানে হারিয়েও দু’পর্ব মিলিয়ে ২-৩ ব্যবধানে হেরে আইএসএল ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় টিম বাগান। ম্যাচের একমাত্র গোল করেন রয় কৃষ্ণ।