অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে আসন্ন এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। খবরটি বিসিবি পক্ষ থেকে জানানো হয়।
যদিও বিসিবি এটাও স্পষ্ট করেছে যে তারা কোচ রাসেল ডোমিঙ্গোকে অপসারণ করেনি এবং তিনি আসন্ন নভেম্বরে দুই ম্যাচের টেস্টে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ খেলোয়াড়দের লাল বলের ক্রিকেটে কোচিং করার দায়িত্বে যুক্ত থাকবেন। এশিয়া কাপ ২০২২ শুরু হবে ২৭শে আগস্ট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। আগামী ৩০শে আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ। এদিন বিসিবি থেকে এক বিবৃতিতে জানানো হয়,”আমরা যেহেতু নতুন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এশিয়া কাপের পর থেকে নতুন কোচ দেখা যাবে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু আমাদের মূল টার্গেট, তাই এশিয়া কাপ থেকে দলে না নিলে তিনি (নতুন কোচ) মানিয়ে নেওয়ার সময় পাবেন না। অনেকেই হয়তো বলবেন এশিয়া কাপের আগে খুব বেশী সময় বাকি নেই। যদিও,আমাদের মূল ফোকাস টি-টোয়েন্টি বিশ্বকাপ । সেই দিকেই তাকিয়ে এগিয়ে যেতে চাই।”
শ্রীরাম যদিও ভারতীয় দলে বেশিদিন খেলেননি ২০০০ থেকে ২০০৪-এর মধ্যে মাত্র ৮ টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটিং আর বাঁ হাতি স্পিন বোলিং করতেন এই স্পিনার ।
ক্রিকেট কেরিয়ারে বিশেষ সাফল্য না পাওয়ার পরে শ্রীরাম কোচ হিসেবে খেলার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার সহকারী এবং স্পিন-বোলিং কোচ হিসাবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন। যখন প্রাক্তন অলরাউন্ডার এবং দুইবারের বিশ্বকাপজয়ী ড্যারেন লেহম্যান প্রধান কোচের দায়িত্বে ছিলেন তখন তিনি অজিদের স্পিন বোলিং কোচ ছিলেন। ভারতের বিরুদ্ধে সিরিজেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করে সফল হন। ইদানিং বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টুর্নামেন্টে বিশেষ সাফল্য পায়নি। এখন দেখার শ্রীরামের হাত ধরে তাঁদের ভাগ্যর চাকা ঘোরে নাকি!