চল্লিশ মিনিটের চিকিৎসার খরচ ১৯ হাজার! পুলিশ পৌঁছাতেই বিল কমে ৫ হাজার

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

চল্লিশ মিনিটে ১৯ হাজার টাকা নার্সিংহোমের বিল, বিল না মেটালে ছাড়া হবে না মৃতদেহ, গ্রাহ্য করা হবে না স্বাস্থ্য সাথীর কার্ড। ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যেতেই বিল কমে দাঁড়াল ৫ হাজারে।
জানা যায়, হুগলি জেলার বন্দর এলাকার বাসিন্দা নিহার বর, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বুধবার ভোর নাগাদ তাকে ভর্তি করে ঘাটালের কুশপাতায় একটি বেসরকারি নার্সিংহোমে। ভর্তি করার প্রায় ৪০ মিনিট পরেই মৃত্যু হয় নিহারের। আর তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন এই কয়েক মিনিটেই বিল হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। দ্রুত সেই বিল মিটিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার নির্দেশ জারি করা হয়।

দেবব্রত মন্ডল, মৃতের এলাকার বাসিন্দা

কয়েক মিনিটে এত বিল দেখেই চক্ষু চড়ক গাছ আত্মীয় পরিজনের। ঘটনায় দেখা দেয় উত্তেজনা। ভিন জেলার বাসিন্দা হওয়াতে নার্সিংহোমের এই জুলুমের কথা জানানো হয় ঘাটাল থানার পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে ১৯ হাজার টাকা বিল মেটাতে, নার্সিংহোম কর্তৃপক্ষকে পাকা বিলের দাবি করলেও তারা বিলের কাগজ দিতে নারাজ। এমনকি স্বাস্থ্য সাথীর কার্ড নিতেও রাজি নয় নার্সিংহোম কর্তৃপক্ষ।

অপরদিকে বিলের কাগজ না দিলে বিল মেটাবে না দাবি করে পরিবারের সদস্যরা। শেষমেশ পাঁচ হাজার টাকা দিলে মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে নার্সিংহোমের মালিক অসীম কর্মকার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেন নি।