এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে বিদ্যালয়ে ঢুকে মারধোর ও শ্লীলতাহানির ঘটনায় চারজন অভিযুক্ত কে গ্রেফতার করলো হিলি থানার পুলিশ। শনিবার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার জৈনের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাত্রিতে তিনজন মহিলা সহ একজন যুবককে গ্রেফতার করে হিলি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতরা হলেন ফেরদৌস মন্ডল, আফরোজা, মাসুদা খাতুন ও মাফুজা খাতুন। এদের সকলেরই বাড়ি থানার ডাবরা এলাকায়। যদিও এই ঘটনায় আরেক অভিযুক্ত পলাতক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে যে শুক্রবার দুপুরে ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিগৃহীত সহকারী শিক্ষিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে শাসন করেন। এরপরই সেই শিক্ষিকার উপর অভিযুক্তরা চড়াও হন বলে অভিযোগ। এই ঘটনায় শনিবার সকাল থেকে হিলি বালুরঘাট জাতীয় সড়কে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং এলাকার বর্তমান ছাত্র-ছাত্রীরা অবরোধ করে। অভিযুক্তরদের গ্রেফতারের দাবিতে প্রায় চার ঘন্টা ধরে অবরোধ চলে। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন বিদ্যালয় ক্যাম্পাসেও। পরবর্তীতে প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়। এই চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭/৩৪১/৩২৩/৩৫৩/৩৫৪ বি ৩৪ আই পি সি ধারায় মামলা রুজু করা হয়েছে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। রবিবার সকালে ধৃতদের পুলিশের পাহারায় বালুরঘাট আদালতে তোলা হয়। অন্যদিকে প্রায় চার ঘন্টা ধরে হিলি বালুরঘাটের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের নাকাল হওয়ার ঘটনায় অবরোধকারীদের বিরুদ্ধেও মামলার রুজু করতে চলেছে হিলি থানার পুলিশ।