জুলাই 8, 2024
Latest:
জেলা

জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে কোচিং

এনএফবি, ঝাড়গ্রামঃ

জেলা পুলিশের উদ্যোগে চাকরি প্রার্থীদের জন্য আবারও শুরু বিনামূল্যে কোচিং। ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্র মোহন হলের সূচনা করেন রাজ্য বনদফতরের রাষ্ট্রমন্ত্রী, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিরবাহা হাঁসদা। ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার-সহ বিভিন্ন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা।

নিজস্ব চিত্র

পুলিশ জানিয়েছে, জেলার ছেলেমেয়েদের সরকারি চাকরির পরীক্ষার জন্য কোচিং দেওয়া হবে। জেলা পুলিশের এসডিপিও, ডিএসপি ও অফিসার পদমর্যাদার পুলিশ কোচিং দেবেন। জেলার প্রতিটি থানা এলাকায় ত্রিশজনকে কোচিং দেওয়া হবে। ঝাড়গ্রাম পুলিশ লাইনে পঞ্চাশ জনকে কোচিং দেওয়া হবে। তিনশো জনের বেশি ছেলেমেয়েকে বিনামূল্যে কোচিং দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম শুরু হয়েছিল ‘লক্ষ্যভেদ’ নামে এই বিনামূল্যে কোচিং। প্রথম বছর এই কোচিং ঘিরে দারুণ উৎসাহ দেখা গিয়েছিল। আবারও এই কোচিং শুরু হওয়ায় জঙ্গলমহলের ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় অনেকটাই সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে।

নিজস্ব চিত্র
YouTube player