জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বিনামূল্যে চশমা বিতরণ কান্দি পুরসভার

এনএফবি, মুর্শিদাবাদঃ

‌রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে কান্দি পুরসভার উদ্যোগে রবিবার কান্দি হ্যালিফ্যাক্স ময়দানে কান্দির জনসাধারণের চক্ষু পরীক্ষা ও তাদের প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে সরকারি হাসপাতালে অপারেশন করিয়ে দেওয়া হয়। রবিবার চোখের আলো প্রকল্পের চশমা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি মহকুমা আধিকারিক সাগর রানা, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ ঘোষ, কান্দির বিধায়ক অপূর্ব সরকার,কান্দির পুর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী সহ বিশিষ্টবর্গ। এদিন প্রায় ৮৫০ জনকে চশমা বিতরণ করা হয়েছে বলে জানাযায়। চোখের আলো প্রকল্পে বিনামূল্যে চশমা পেয়ে খুশি কান্দি পুরবাসী।