এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
পরিত্যক্ত ঘর থেকে ১৪টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া বোয়ালদা হারিয়াসাঁকো এলাকায়। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনার পর শনিবার উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে মালদা সিআইডি বিভাগের বম্ব স্কোয়াড। এদিন বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক,ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ পুলিশ আধিকারিকরা।
প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই আগ্নেয়াস্ত্র,বোমা উদ্ধার সহ অসামজিক কার্যকলাপ রুখতে অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে শুক্রবার রাতে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া বোয়ালদা এলাকায় বোমা মজুত রাখার খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপরেই গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালায় এলাকায়। অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ঘর থেকে প্লাস্টিকের বালতিতে রাখা ১৪ টি বোমা উদ্ধার করে পুলিশ। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর আজ শনিবার উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান এলাকার বাসিন্দারা।