জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

গাব্বা দেখলো দুই দেশের প্রেমের পরিণতি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দুই দেশের মধ্যে যতই ২২ গজে যুদ্ধ চলুক। কিন্তু ভালোবাসার কাছে যুদ্ধ সবসময় হার মানে। এবারও ঠিক তেমনই হল। ২০১৭ সালের পর ফের একবার মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য গাব্বাকেই বেছে নিলেন এক ইংরেজ ফ্যান। গাব্বা টেস্টের তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার গ্যালারি সাক্ষী থাকল প্রাক বিবাহের এক অবিস্মরণীয় মুহূর্তের। তিনি তার বান্ধবী কে বলেন,খুব ছোট করে সুন্দর ভাবে তোমাকে একটা কথা বলব, চার বছর হয়ে গিয়েছে। এ বার কি তুমি আমাকে বিয়ে করবে?এরপরেই একে-ওপরকে জড়িয়ে ধরেন