জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বেঙ্গালুরুতে রেকর্ডের সামনে দাঁড়ানো রোহিতকে পরামর্শ গাভাসকারের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারত অধিনায়ক রোহিত শর্মার অন্যতম প্ৰিয় শট হলো ‘পুল শট’। এই শট মেরে হাজার হাজার রান করেছেন তিনি। আবার এই শটখেলতে গিয়েই অনেকবার নিজের উইকেট ছুঁড়ে দেন হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত মোহালি টেস্টে লাহিরু কুমারার বলে পুল শট খেলেন তিনি। লং অনে ফিল্ডারের হাতে ধরা ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। রোহিত শর্মার এই পুল শট নিয়ে এবারে পরামর্শ দেন সুনীল গাভাসকার।

গাভাসকার এক অনুষ্ঠানে জানান , ‘তাকে এটা নিয়ে ভাবতে হবে। আপনি এই শট নিয়ে যুক্তিতর্ক করতেই পারেন, বলতে পারেন যে এটি একটি প্রোডাকটিভ শট। তবে এটি একমাত্র শট নয়। তার কাছে আরও অনেক কিছু শট আছে ক্রিকেটে। এখন প্রত্যেক বোলার, যার একটু গতি আছে তারা রোহিতের বিরুদ্ধে বল করতে গিয়ে ভাবেন যে, ‘দু-একটা ছক্কা বা বাউন্ডারি মারলে মারুক, তাতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু সে এই শট খেললে আউট হওয়ার একটা সুযোগ থাকবে, কারণ রোহিত তুলে শট খেলবে। আর টেস্ট ক্রিকেটে আউট হওয়ার সম্ভবনা বেশি বোলাররা ঝুঁকিও নেন ।আমি বলবো পুল শট খেলার ক্ষেত্রে রোহিতকে অনেক ক্যালকুলেশন করতে হবে। ৮০, ৯০, ১০০ না হওয়া পর্যন্ত তার এই শটটিকে কোল্ড স্টোরেজে রাখা উচিত।’

মোহালিতে প্রথম টেস্টে রোহিত ২৮ বলে ২৯ রান করে আউট হয়েছিলেন। কেরিয়ারে প্রথমবার তিনি চারটি টেস্ট ম্যাচের একটি ইনিংসে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি।

১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে নামছে ভারত। নিয়ে তিনটি দিন-রাতের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আর সেই মঞ্চেই বিরাট কোহলির রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিত শর্মার। দিন-রাতের গোলাপী বলের টেস্টে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির। এখনও পর্যন্ত চারটি ইনিংস খেলে বিরাটের ঝুলিতে রয়েছে ২৪১ রান। তিনিই রয়েছেন সবার ওপরে। শুধু তাই নয় ৪ ইনিংসের মধ্যে বিরাট কোহলির ব্যাটে রয়েছে একটি সেঞ্চুরীও। ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। টেস্টে অবশ্য সেটাই শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। এবার সেই বিরাট কোহলির রেকর্ডই টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। এই মুহূর্তে গোলাপী বলের টেস্টে বিরাট কোহলির ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা। ২টো দিন-রাতের টেস্টে রোহিত শর্মার রয়েছে ১১২ রান। যদিও এই ফর্ম্যাটে রোহিতের ব্যাটে এখন পর্যন্ত একটিও শতরান দেখা যায়নি।