অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দশ ইনিংস হয়ে গেল ব্যাট হাতে কোনো অর্ধশতরান নেই, তার ওপর জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে কোনো রানের খাতা না খুলে রাবাডার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হলেন পন্থ। এরপরেই কমেন্ট্রি করতে করতে পন্থকে একপ্রকার আক্রমণ করে ক্ষুব্ধ গাভাসকার বলেন,“দু’জন নতুন ব্যাটার ক্রিজে রয়েছে। সে সময় পন্থ ও রকম একটা শট খেলল। কোনও অজুহাতই এর জন্য যথেষ্ট নয়। কোনও বোধবুদ্ধিহীন ক্রিকেটারও এই ধরনের শটকে নিজের স্বাভাবিক খেলা বলে পরিচয় দিতে পারেনা। ওই সময় ক্রিজে এসে ওর উচিত ছিল দায়িত্ববোধের পরিচয় দেওয়া। কারণ বাকিরা শরীরে আঘাত নিয়েও খেলে গিয়েছে। রাহানে এবং পুজারা শরীরে একের পর এক আঘাত খেয়েছে। তাই ওরও দরকার ছিল লড়াই করা। তবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি, আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে কেউ ওর সঙ্গে মিষ্টি করে কথা বলবে না। এই ভুলের ক্ষমা নেই।” ব্যাট হাতে ব্যর্থ একের পর এক ম্যাচ, কিপিংয়েও ক্যাচ মিস করছেন। পরের টেস্টে যদি ব্যাটার হিসেবে ফর্মে থাকা অন্য উইকেট কিপার, বাংলার ঋদ্ধিমান সাহা কেপটাউন টেস্টে সুযোগ না পান সেটা অবাক করার ঘটনা হবে।