জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারের জবাব গাভাসকর পুত্রের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন সুনীল গাভাসকরের ছেলে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রোহন গাভাসকার। সোশ্যাল মিডিয়ায় পার্থ ঘোষ নামে এক ব্যক্তি টুইট করেন, “রোহন আইপিএলে কমেন্ট্রি করছেন। কবে ও খেলেছেন এবং উনি কি অবসর নিয়েছেন । আমি মিস করছি।” এরপরেই রোহন তার শৈশবে ব্যাট করার একটি ছবি পোস্ট করেন। এবং লেখেন “প্রত্যেক ক্রিকেটার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে এবং আমি ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে ধন্য।”
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকরের ছেলে রোহন গাভাসকর ১১টি ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার ছিল, একশোর বেশি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে। বাংলার পরপর দুই মরশুমের রঞ্জি রানার্স দলের সদস্য ছিলেন। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি।
টিম ইন্ডিয়ার হয়ে ১১ টি ওডিআই ম্যাচে ১৮.৮৭ গড়ে ১৫১ রান করেছেন। যার মধ্যে একটা অর্ধশতরান রয়েছে। একটি উইকেটও নেন তিনি।
১১৭ টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.১৯ গড়ে ৬৯৩৮ রান করেন। ১৮ টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফ সেঞ্চুরি করেছেন। দুটি আইপিএল ম্যাচেও কেকেআরের জার্সিতে মাঠে নামেন।